এখানে আপনাদের জন্য “এই জুমার দিনে দুনিয়া জাহানে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
এই জুমার দিনে দুনিয়া জাহানে - ইসলামী সঙ্গীত লিরিক্স
এই- জুমার দিনে দুনিয়া জাহানে
মোমিন, জামাতে দাঁড়াও,
যত- অজ্ঞতা, পাপ, অক্ষমতা ও
দুর্বলতারে তাড়াও।।
নব উদ্যমে, নবীন আশাতে
পূর্ণ জামাতে এস এক সাথে,
এই জামাতের মহা শক্তিতে
সকল জড়তা নাড়াও।।
আত্নার বলে হ’ইয়ে বলীয়ান
চল দিকে দিকে বিশ্বাসী প্রান,
যত বাধা আর প্রতিবন্ধক
দু’পায়ে সকলি মাড়াও।।
তৌহিদী আলো বুকে নিয়ে আজ
তোল দিকে দিকে বুলন্দ আওয়াজ,
অগ্রগতির সকল সড়কে
নকীব, কদম বাড়াও।।
মোমিন, জামাতে দাঁড়াও,
যত- অজ্ঞতা, পাপ, অক্ষমতা ও
দুর্বলতারে তাড়াও।।
নব উদ্যমে, নবীন আশাতে
পূর্ণ জামাতে এস এক সাথে,
এই জামাতের মহা শক্তিতে
সকল জড়তা নাড়াও।।
আত্নার বলে হ’ইয়ে বলীয়ান
চল দিকে দিকে বিশ্বাসী প্রান,
যত বাধা আর প্রতিবন্ধক
দু’পায়ে সকলি মাড়াও।।
তৌহিদী আলো বুকে নিয়ে আজ
তোল দিকে দিকে বুলন্দ আওয়াজ,
অগ্রগতির সকল সড়কে
নকীব, কদম বাড়াও।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স