এখানে আপনাদের জন্য “সৈকতেঃ পৃথিবী যখন ঘোর আঁধারে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
সৈকতেঃ পৃথিবী যখন ঘোর আঁধারে - ইসলামী সঙ্গীত লিরিক্স
পৃথিবী যখন ঘোর আঁধারে
মানবতা একেবারে নিঃস্ব
রাসুল তোমার আগমনে
আলোকিত হলো সারা বিশ্ব।
পথহারা মুসাফির তোমার ডাকে
খুঁজে পেল সত্যের সন্ধান
শত্র“রা হয়ে গেল বন্ধু সবে
শুরু হলো মুক্তির জয়গান
বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার
পাল্টে গেল গোটা দৃশ্য।
সকল নবীর সেরা নবী
তোমায় পেয়ে ধন্য সবি
পূর্ণ হলো বিশ্বভূমি।
শত শত মুজাহিদ তোমার ডাকে
হাতে নিল সত্যের তলোয়ার
লাত মানাত ওজ্জা ভেঙ্গে দিল সব
ধ্বনি তুলে আল্লাহু আকবার
পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল
যারা হয়েছিল তব শিষ্য।
কথা : আব্দুল গাফফার
সুর: মশিউর রহমান
মানবতা একেবারে নিঃস্ব
রাসুল তোমার আগমনে
আলোকিত হলো সারা বিশ্ব।
পথহারা মুসাফির তোমার ডাকে
খুঁজে পেল সত্যের সন্ধান
শত্র“রা হয়ে গেল বন্ধু সবে
শুরু হলো মুক্তির জয়গান
বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার
পাল্টে গেল গোটা দৃশ্য।
সকল নবীর সেরা নবী
তোমায় পেয়ে ধন্য সবি
পূর্ণ হলো বিশ্বভূমি।
শত শত মুজাহিদ তোমার ডাকে
হাতে নিল সত্যের তলোয়ার
লাত মানাত ওজ্জা ভেঙ্গে দিল সব
ধ্বনি তুলে আল্লাহু আকবার
পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল
যারা হয়েছিল তব শিষ্য।
কথা : আব্দুল গাফফার
সুর: মশিউর রহমান
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স