মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন কাকে বলে? | অ্যামাইটোসিস বলতে কি বুঝ?- বিস্তারিত

মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস বলতে কি বুঝ?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস বলতে কি বুঝ? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস বলতে কি বুঝ?

মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন কাকে বলে?

যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন বলে। ব্যাকটেরিয়া, কতক ঈষ্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে বিশেষ করে আদীকোষে জীবে এ ধরনের বিভাজন দেখা যায়।


অ্যামাইটোসিস বলতে কি বুঝ?


অ্যামাইটোসিস (Amitosis) বলতে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়াকে বুঝায়। এ প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস কোন জটিল পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ব্যাকটেরিয়া, ঈস্ট, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি এককোষী জীবে এধরনের কোষ বিভাজন দেখা যায়। এ ধরনের কোষ বিভাজনই সরলতম কোষ বিভাজন। একে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়।

এই প্রক্রিয়াটি সর্বপ্রথম ওয়ালথার ফ্লেমিং বর্ণনা করেন।


আশা করি মুক্তপ্রাণকেন্দ্রিয় বিভাজন কাকে বলে? অ্যামাইটোসিস বলতে কি বুঝ?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন