এখানে আপনাদের জন্য “হাজার ফুলের মাঝে গোলাপ যেমন” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন - ইসলামী সঙ্গীত লিরিক্স
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন
হাজার ছাত্রের মাঝে তোমরা তেমন।
স্বাগতম সুস্বাগতম,
তমাদের সুস্বাগতম।
তোমরা হলে দেশ ও জাতির ভবিষ্যত
সব বাধা পায়ে দলে,
সত্যের পথে চলে
নাওনা দৃড় শপথ।
থেমে যেওনা কভু সংশয়ে
দেশ গড়ার দৃড় প্রত্যয়ে।
মাড়িয়ে দাও পথ দুর্গম।
হাজার স্বপন দেয় যে উঁকি মা-বাবার বুকে
স্বপ্নের চাষ কর,
জীবনের হাল ধর
কঠিন স্রোতের মুখে।
স্বপ্নের মোহনায় চলো চলো
ঝড় এলে পাল তোলো পাল তোলো।
গান গাও জীবনের হরদম।
আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স