এখানে আপনাদের জন্য “ভিক্ষা চেয়ে দুয়ারে তোমার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ভিক্ষা চেয়ে দুয়ারে তোমার - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভিক্ষা চেয়ে দুয়ারে তোমার
কেউ ফেরেনি আর
খোদা কেউ ফেরেনি আর।।
দুঃখ দাহে দগ্ধ ধরা
ভিক্ষা পেল তৃষ্ণা হারা
তোমার দয়ায় ওগো দয়াল
অঝোর বারি ধার।।
এমন কাঁদে তোমারি দরবারে
ফেরাতে আর পারবে কি তারে।
যে চাওয়া মোর এই পিপাসায়
ফুটলো না যা আমার ভাষায়,
তোমার ভালবাসায় কাটুক
নিবিড় দুখ তার।।
কেউ ফেরেনি আর
খোদা কেউ ফেরেনি আর।।
দুঃখ দাহে দগ্ধ ধরা
ভিক্ষা পেল তৃষ্ণা হারা
তোমার দয়ায় ওগো দয়াল
অঝোর বারি ধার।।
এমন কাঁদে তোমারি দরবারে
ফেরাতে আর পারবে কি তারে।
যে চাওয়া মোর এই পিপাসায়
ফুটলো না যা আমার ভাষায়,
তোমার ভালবাসায় কাটুক
নিবিড় দুখ তার।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স