IUPAC এর কাজ কি কি?- রসায়ন [Update]

IUPAC এর কাজ কি কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা IUPAC এর কাজ কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

IUPAC এর কাজ কি কি?

IUPAC এর কাজ কি কি?

IUPAC এর পূর্ণরূপ : 

International Union of Pure and Applied Chemistry. 


অর্থাৎ আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। 

এটি সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

এর কাজ নিম্নরূপঃ

১. রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করা।

২. রসায়ন ও ফলিত রসায়নের বিভিন্ন বিষয়াদির ক্রমবর্ধমান পরিবর্তন বা সৃষ্টির কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তা নির্ধারণ করে থাকে।

৩. নতুন আবিষ্কৃত মৌলের স্বীকৃতি দেওয়া।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে IUPAC এর কাজ কি কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন