বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ): আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বহিপীর নাটকের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)
এসএসসি (SSC) ২০২২ - বাংলা ১ম পত্র
১. ‘Drama’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. Dracim খ. Dramia
গ. Dracinate ঘ. Dracin
সঠিক উত্তর : ঘ
২. ‘বিয়ে পাগলা বুড়ো’ নাটকের রচয়িতা কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. মীর মশাররফ হোসেন
গ. গিরিশচন্দ্র ঘোষ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর : ক
৩. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে ঘ. ১৯৭৩ সালে
সঠিক উত্তর : খ
৪. ‘বহিপীর’ নাটকে কোন ঋতুর উল্লেখ রয়েছে?
ক. বর্ষাকাল খ. হেমন্তকাল
গ. শরৎকাল ঘ. শীতকাল
সঠিক উত্তর : খ
৫. ‘বহিপীর’ নাটকে বজরাটি কোন দিকে খোলা?
ক. মঞ্চের দিকে খ. দর্শকের দিকে
গ. ডান দিকে ঘ. বাঁ দিকে
সঠিক উত্তর : খ
৬. হাতেম আলির মুখে কিসের ছাপ?
ক. চিন্তার খ. আনন্দের
গ. সুখের ঘ. বিষাদের
সঠিক উত্তর : ক
৭. বজরার সামনের পাটাতনের যে দৃশ্য ফুটে উঠেছে তা হচ্ছে—
i. একটি চাকর মসলা পিষছে
ii. মাঝি আপন মনে দড়ি পাকাচ্ছে
iii. হকিকুল্লাহ্ হুঁকা টানছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৮. হাতেম আলি সম্পর্কে বলা যায়—
i. বয়স পঞ্চাশের মতো
ii. মুখে চিন্তার ছাপ
iii. কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৯. হাশেম আলির চারিত্রিক বৈশিষ্ট্যে প্রকাশ পেয়েছে—
i. বদমেজাজ
ii. অস্থির মতি
iii. মানবীয় মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মা–বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে জ্যোতি বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে একটি চাকরি নেয়। স্বাধীনভাবে বাঁচতে ও জীবনকে সুন্দর করে সাজাতে সে জীবন সংগ্রামে অংশ নিতে চায়।
১০. উদ্দীপকের জ্যোতির সঙ্গে ‘বহিপীর’ নাটকের তাহেরার সাদৃশ্য পাওয়া যায় কোন দিক থেকে?
ক. চাপিয়ে দেওয়া বিয়ে না করার দিক থেকে
খ. পছন্দ করা ছেলে ছিল বলে
গ. চাকরি করার মানসিকতার দিক থেকে
ঘ. সাহসিকতার দিক থেকে
সঠিক উত্তর : ক
১১.উভয়ের বাড়ি থেকে চলে যাওয়ার কারণ হিসেবে বলা যায়—
i. বিয়েতে তাদের অভিমত নেওয়া হয়নি বলে
ii. ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের কারণে
iii. পাত্র বয়স্ক ছিল বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১২. ‘শাবাশ মেয়ে তুমি’ এ কথাটি খোদেজা তাহেরাকে কেন বলেছিল?
ক. বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে
খ. ঘর ছেড়ে পালিয়েছে বলে
গ. অনেক সাহসী বলে
ঘ. মা নেই বলে
সঠিক উত্তর : ক
১৩. নৌকাটি এক মিনিটে আধা ডোবা হয়ে গেল কেন?
ক. ফুটো হওয়ায়
খ. ধাক্কা লাগায়
গ. পানি না ফেলায়
ঘ. লোক বেশি থাকায়
সঠিক উত্তর : খ
১৪. তাহেরা কাকে ভালো না দেখলেও গলা অনেক শুনেছে?
ক. বহিপীরকে খ. হাশেম আলিকে
গ. জমিদারকে ঘ. হাতেম আলিকে
সঠিক উত্তর : ক
১৫. হাশেম কলেজ পড়া শেষ করে কী দিতে চায়?
ক. স্কুল খ. কলেজ
গ. ছাপাখানা ঘ. খাবারের দোকান
সঠিক উত্তর : গ
১৬. ‘বহিপীর’ নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক. বহিপীর খ. হাশেম
গ. তাহেরা ঘ. জমিদার
সঠিক উত্তর : ক
১৭. বহিপীরের মতে, কথ্য ভাষায়—
i. পবিত্রতা নেই
ii. গাম্ভীর্য নেই
iii. খোদার বাণী বহন করার ক্ষমতা নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৮. তাহেরা নিজেকে বহিপীরের বিবি বলে অস্বীকার করার কারণ—
i. কখনো তাকে দেখেনি বলে
ii. কখনো তার ঘর করেনি বলে
iii. বিয়েতে কবুল বলেনি বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১৯. বহিপীরের মতে, পুত্র-কন্যার শিক্ষাদীক্ষার ভার কার ওপর ন্যস্ত থাকে?
ক. পিতা-মাতার খ. শিক্ষকের
গ. ভাইবোনের ঘ. দাদা-দাদির
সঠিক উত্তর : ক
২০. বহিপীর তাহেরাকে যেসব কারণে বিয়ে করেন—
i. তাহেরা বেশ সুন্দরী
ii. তাহেরার বংশ খানদানি
iii. তাঁর প্রথম স্ত্রী ১৪ বছর আগে মারা গেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
২১. ‘বহিপীর’ নাটকটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
ক. ১৯৫৭ সালে খ. ১৯৫৮ সালে
গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
সঠিক উত্তর : ঘ
২২. ‘বহিপীর’ নাটকের দ্বিতীয় অঙ্কে কয়টি কামরায় লন্ঠন জ্বালানো থাকবে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
সঠিক উত্তর : খ
২৩. বহিপীরের মতে, মানুষ কী দিয়ে সবকিছু বিচার করে?
ক. মন দিয়ে
খ. বুদ্ধি দিয়ে
গ. সময়ের দীর্ঘতা দিয়ে
ঘ. সময়ের স্বল্পতা দিয়ে
সঠিক উত্তর : গ
২৪. ‘ওই কামরায় একবার ঢুকিলে সে যেন জোঁকের মতো লাগিয়া থাকে।’—উক্তিটি কার উদ্দেশে করা হয়েছে?
ক. বহিপীর খ. হাতেম আলি
গ. হাশেম ঘ. তাহেরা
সঠিক উত্তর : গ
২৫. হকিকুল্লাহ পুলিশ ডাকল না কেন?
ক. বহিপীর পরে আফসোস করবে বলে
খ. ঝামেলা বাড়বে বলে
গ. বিপদ সামলে উঠতে পারবে না বলে
ঘ. টাকা খরচ হবে বলে
সঠিক উত্তর : ক
২৬. বহিপীরের মতে, জোরজুলুম করে কাকে বশ করা যায়?
ক. পাগলা ঘোড়াকে
খ. পাগল মানুষকে
গ. পাগলা হাতিকে
ঘ. হিংস্র জানোয়ারকে
সঠিক উত্তর : গ
২৭. তাহেরার পালিয়ে যাওয়ার বিষয়টিকে বহিপীর বলেছেন—
i. কাপুরুষের লক্ষণ
ii. বীরত্বের পরিচয়
iii. অসাধারণত্বের পরিচয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জিনিয়া একটি টিয়া পাখি এনে খাঁচায় বন্দী করে রেখে দেয়। সে শখ করে পাখিটির সেবাযত্ন করে। কয়েক দিন পর তার বাবা পাখিটিকে দেখতে পেয়ে খাঁচা থেকে ছেড়ে দেয়। পাখিটি উড়ে চলে যেতে দেখে তিনি বলে ওঠেন, এত দিনে পাখিটি নতুন জীবন পেল।
২৮. উদ্দীপকের জিনিয়ার বাবার মতো ‘বহিপীর’ নাটকের তাহেরার নতুন জীবনের কথা বলেছিলেন—
ক. হকিকুল্লাহ খ. হাতেম আলি
গ. বহিপীর ঘ. খোদেজা
সঠিক উত্তর : গ
২৯. উদ্দীপকের মূল বক্তব্যে প্রকাশ পেয়েছে—
i. স্বাধীনতায় জীবনের পূর্ণতা আসে
ii. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
iii. স্বাধীনতা হীনতায় কেউ বাঁচতে চায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩০. নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটি লোক আরও কত রকম সমস্যার সম্মুখীন হতে পারে।’—কথাটা কে বলেছে?
ক. হাতেম আলি খ. খোদেজা
গ. তাহেরা ঘ. হাশেম
সঠিক উত্তর : ক
৩১.‘যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে, সে অত সহজে ভয় পায় না।’—কার সম্পর্কে এ উক্তি করা হয়েছে?
ক. তাহেরা খ. খোদেজা
গ. রাহেলা ঘ. রহিমা
সঠিক উত্তর : ক
৩২.‘একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।’— এ উক্তির মাধ্যমে হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?
ক. স্বাধীনতা খ. আত্মবিশ্বাসী
গ. স্বার্থপরতা ঘ. উগ্রতা
সঠিক উত্তর : খ
৩৩. বিয়ের রাতে তাহেরা কাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়েছিল?
ক. আপন ভাইয়ের সঙ্গে
খ. নাবালেগ চাচাতো ভাইয়ের সঙ্গে
গ. চাচার সঙ্গে
ঘ. মামাতো ভাইয়ের সঙ্গে
সঠিক উত্তর : খ
৩৪. ‘বহিপীর’ নাটকের শেষ সংলাপটি কার?
ক. বহিপীরের খ. হাশেমের
গ. খোদেজার ঘ. তাহেরার
সঠিক উত্তর : গ
৩৫. ‘আমাকে বিবি সাহেবা ডাকবেন না।’—তাহেরার এ উক্তিতে প্রকাশ পেয়েছে—
i. বদান্যতা
ii. সমাজ-সংস্কারের প্রতি বিদ্রোহ
iii. নারীর স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৩৬. তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
ক. লজ্জা খ. পীরপ্রীতি
গ. বাস্তবজ্ঞান ঘ. সাহস
সঠিক উত্তর : ঘ
৩৭. তাহেরার মতে পীর সাহেব কেমন লোক?
ক. বুদ্ধিমান খ. প্রবঞ্চক
গ. যুক্তিবাদী ঘ. আত্মবিশ্বাসী
সঠিক উত্তর : ক
৩৮. বহিপীর কোন শর্তে জমিদারকে টাকা কর্জ দিতে রাজি হয়?
ক. তাহেরার ভরণপোষণ দিতে হবে
খ. হাশেমকে তাহেরার জীবন থেকে সরে যেতে হবে
গ. তাহেরাকে তার সঙ্গে ফিরে যেতে হবে
ঘ. তাহেরাকে তার কথা বোঝাতে হবে
সঠিক উত্তর : গ
৩৯. ‘আমি কি বকরি ঈদের গরু-ছাগল নাকি?’—তাহেরার এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আনন্দ খ. ঘৃণা
গ. অভিমান ঘ. প্রতিবাদ
সঠিক উত্তর : ঘ
৪০. ‘বহিপীর’ নাটকে প্রকাশ পেয়েছে—
ক. ধর্মান্ধতা
খ. সামাজিক সংকট
গ. মানবিক মূল্যবোধের প্রতি ধিক্কার
ঘ. পীরের উদারতা
সঠিক উত্তর : ক
৪১. নাটকের প্রাণ বলতে কোনটিকে বোঝায়?
ক. অঙ্ক খ. সংলাপ
গ. কাহিনি ঘ. চরিত্র
সঠিক উত্তর : খ
৪২. বাংলা নাট্যাঙ্গনে প্রথম আধুনিক নাট্যকার কে?
ক. রামনারায়ণ
খ. রামনারায়ণ তর্করত্ন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর : গ
৪৩. ‘গূঢ়তত্ত্ব’ বলতে পীর সাহেব কী বোঝাতে চেয়েছেন?
ক. দুর্বোধ্য কোনো ব্যাপার
খ. অপ্রকাশিত কোনো ব্যাপার
গ. প্রচ্ছন্ন কোনো ব্যাপার
ঘ. একান্ত কোনো ব্যাপার
সঠিক উত্তর : গ
৪৪. ‘চারিদিকে আমি অন্ধকার দেখছি।’—উক্তিটি কার?
ক. হাশেম খ. হাতেম
গ. খোদেজা ঘ. তাহেরা
সঠিক উত্তর : খ
৪৫. হাতেম আলি শহরে এসেছিলেন—
ক. দাওয়াই করতে খ. বন্ধুকে দেখতে
গ. টাকা ধার করতে ঘ. ব্যবসায় করতে
সঠিক উত্তর : গ
৪৬. ‘বহিপীর’ নাটকের শেষ উক্তিকারী কে?
ক. বহিপীর খ. খোদেজা
গ. হাতেম আলি ঘ. হকিকুল্লাহ
সঠিক উত্তর : ক
৪৭. অ্যারিস্টটল নাটকে কত প্রকার ঐক্যের কথা বলেছেন?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
সঠিক উত্তর : ক
৪৮. নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?
ক. তিন খ. চার
গ. ছয় ঘ. আট
সঠিক উত্তর : খ
৪৯. বাংলা আধুনিক নাটকের স্রষ্টা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর : খ
৫০. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি?
ক. নীলদর্পণ খ. শর্মিষ্ঠা
গ. পদ্মাবতী ঘ. কৃষ্ণকুমারী
সঠিক উত্তর : খ