NH₃ এর মোলার আয়তন ব্যাখ্যা কর?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “NH₃ এর মোলার আয়তন ব্যাখ্যা কর?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
NH₃ এর মোলার আয়তন ব্যাখ্যা কর?
এক মোল কোন পদার্থের আয়তনকে ঐ পদার্থের মোলার আয়তন বলে।
STP তে 1 মোল কোন পদার্থের আয়তন 22.4 লিটার।
NH₃ এর আণবিক ভর = 17
17 g NH₃ = 1 মোল NH₃
সুতরাং NH₃ এর মোলার আয়তন বলতে, 17 গ্রাম NH₃ গ্যাসের আয়তনকে বোঝায়। প্রমাণ অবস্থা বা STP তে NH₃ গ্যাসের মোলার আয়তন 22.4L .
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে NH₃ এর মোলার আয়তন ব্যাখ্যা কর? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”