গাঢ় দ্রবণ কাকে বলে? | NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন?- বিস্তারিত

গাঢ় দ্রবণ কাকে বলে? NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা গাঢ় দ্রবণ কাকে বলে? NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গাঢ় দ্রবণ কাকে বলে? NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন?

গাঢ় দ্রবণ কাকে বলে?

উত্তরঃ কোনো দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করলে তাকে গাঢ় দ্রবণ বলে।

NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন?

উত্তরঃ কোন বস্তুর ব্যাপনের হার বলতে আমরা বুঝি বস্তুটি কোন মাধ্যমে প্রতি একক সময়ে কতটুকু ছড়িয়ে পড়েছে। যে বস্তুর ঘনত্ব তথা আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। আর যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। NH3 এবং HCl এর মধ্যে NH3 এর আণবিক ভর (17) কম আর HCl এর আণবিক ভর (36.5) বেশি। সুতরাং NH3 এর ব্যাপনের হার HCl অপেক্ষা বেশি।


আশা করি গাঢ় দ্রবণ কাকে বলে? NH3 এবং HCl এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন