ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলি কি?- রসায়ন [Update]

ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলি কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলি কি?- রসায়ন [Update]

ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলি কি?

 ব্যাপন ও নিঃসরণের মাধ্যমে কোন গ্যাসীয় পদার্থের ছড়িয়ে পড়া ব্যাখ্যা করা হয়।

ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলো হচ্ছে -

১. ব্যাপনের কারণে মৃত জীবজন্তু থেকে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে বায়ুকে দূষিত করে।

২. কোন গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে গেলে তা থেকে নিঃসরণের মাধ্যমে গ্যাস বেরিয়ে এসে বিপদজনক অবস্থার সৃষ্টি করতে পারে বা বিস্ফোরণ ঘটতে পারে।

৩. গ্যাস পাইপ ছিদ্র হয়ে গেলে নিঃসরণের কারণে গ্যাসের অপচয় ঘটে।

৪. ব্যাপনের কারণে অনেক ক্ষতিকর গ্যাস খুব দ্রুতই বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে যা ক্ষতির মাত্রাকে আরো বাড়িয়ে দেয়।

৫. কল -কারখানার বিষাক্ত গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি করে।

৬. কলকারখানার দূষিত পানি ব্যাপন প্রক্রিয়ায় নদীর পানিকে দূষিত করে।

৭. নিউক্লিয়ার চুল্লি থেকে তেজস্ক্রিয় রশ্মি বা পানি নিঃসরণের মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে প্রাকৃতিক বিপর্যয় ঘটাতে পারে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ব্যাপন ও নিঃসরণের ক্ষতিকর দিকগুলি কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন