অম্লীয় অক্সাইড কাকে বলে?- রসায়ন [Update]

অম্লীয় অক্সাইড কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অম্লীয় অক্সাইড কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অম্লীয় অক্সাইড কাকে বলে?

অম্লীয় অক্সাইড কাকে বলে?

অম্লীয় অক্সাইডঃ  যেসব অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলে।

অম্লীয় অক্সাইড গুলিকে পানিতে দ্রবীভূত করলে আসিড গঠন করে। সাধারণত অধাতুর অক্সাইড অম্লীয় হয়।


কিছু অধাতুর অক্সাইড যেমনঃ বোরন অক্সাইড (B₂O₃), কার্বন ডাই অক্সাইড(CO₂), নাইট্রোজেন ডাই অক্সাইড(NO₂), নাইট্রোজেন ট্রাই অক্সাইড

(N₂O₃), নাইট্রোজেন পেন্টা অক্সাইড(N₂O₅), ফসফরাস ট্রাই অক্সাইড(P₂O₃), ফসফরাস পেন্টা অক্সাইড(P₂O₅), সিলিকন ডাই অক্সাইড(SiO₂), সালফার ট্রাই অক্সাইড(SO₃), সালফার ডাই অক্সাইড(SO₂), ক্লোরিন হেপ্টা অক্সাইড(Cl₂O₇) ইত্যাদি অম্লীয় অক্সাইড। 

এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে।


2NaOH+CO₂ ----->Na₂CO₃+H₂O


NaOH+B₂O₃ ----->Na₃BO₃+H₂O


NaOH+NO₂ ----->NaNO₃ + H₂O


NaOH+N₂O₃ ----->NaNO₂+H₂O


NaOH+N₂O₅ ------>NaNO₃+H₂O


NaOH+P₂O₃ ----->Na₃PO₃+H₂O


NaOH + P₂O₅ ------->  Na₃PO₄ + H₂O


NaOH + SO₃ -------> Na₂SO₄ + H₂O


NaOH +SO₂ --------> Na₂SO₃ + H₂O


NaOH +Cl₂O₇ ------> NaClO₄ + H₂O


অধাতুর অক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে অ্যাসিড গঠন করে।


H₂O + Cl₂O₇ ------> 2HClO₄

H₂O + CO₂ ------> H₂CO₃

H₂O + NO₂ ------> HNO₃

H₂O + SO₂ --------> H₂SO₃

H₂O + SO₃ -------> H₂SO₄

H₂O + P₂O₅ ------> H₃PO₄


আবার এদের অক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করতে পারে। 

এজন্য অধাতুর  অক্সাইড গুলি অম্লীয় হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অম্লীয় অক্সাইড কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন