নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন?- রসায়ন [Update]

নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন?

নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন?

কোন মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তা ঐ মৌলের যোজনী নির্দেশ করে।

 নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :

  N (7) ----> 1s² 2s² 2px¹ 2py¹ 2pz¹


নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে তিনটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান আছে। 

কাজেই নাইট্রোজেনের যোজনী 3.

 

আবার, কোন মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তার মোট সংখ্যাকে ঐ মৌলের যোজনী ইলেকট্রন বলে।

 

নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে মোট পাঁচটি ইলেকট্রন আছে। কাজেই নাইট্রোজেনের যোজনী ইলেকট্রন পাঁচ।


এখানে, নাইট্রোজেনের যোজনী 3 কিন্তু যোজনী ইলেকট্রন 5 ।

সুতরাং বলা যায় নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নাইট্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন