একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন?- রসায়ন [Update]

একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন?- রসায়ন [Update]

একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন?

স্থূল সংকেত দ্বারা কোন যৌগে বিদ্যামান উপাদান মৌলগুলির ক্ষুদ্রতম সরল অনুপাত প্রকাশ করে। 

যেমনঃ বেনজিনের আণবিক সংকেত C₆H₆ . এখানে 6টি কার্বন পরমাণুর সঙ্গে 6টি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে। 

যেখানে কার্বন ও হাইড্রোজেনের অনুপাত 6:6 কিন্তু বেনজিনে কার্বন ও হাইড্রোজেনের ক্ষুদ্রতম সরল অনুপাত 1:1 যে কারনে বেনজিনের স্থুল সংকেত CH. 

আবার অ্যাসিটিলিনের আণবিক সংকেত C₂H₂ এখানেও দুটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত থেকে অনুপাত হয় 2:2 হবে। কিন্তু অ্যাসিটিলিনের কার্বন ও হাইড্রোজেনের ক্ষুদ্রতম   সরল অনুপাত 1:1 অতএব অ্যাসিটিলিনের স্থূল সংকেত CH. 

এখানে বেনজিন ও অ্যাসিটিলিন উভয়ের স্থূল সংকেত CH. 

কাজেই বলা যায় একই স্থূল সংকেত একাধিক যোগের ক্ষেত্রে প্রযোজ্য।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন