মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি কাকে বলে?
মোলঃ কোন পদার্থের পারমানবিক ভর অথবা আণবিক ভর কে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের এক মোল বলে।
যেমনঃ HCl এর আণবিক ভর 36.5 অতএব 36.5g HCl = 1 mol HCl. আবার সোডিয়ামের পারমাণবিক ভর 23.
অতএব 23g Na পরমাণু = 1 mol সোডিয়াম পরমাণু।
মোলার আয়তনঃ কোন পদার্থের এক মোলের যে আয়তন তাকে ঐ পদার্থের মোলার আয়তন বলে।
STP তে যে কোন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। আবার, SATP তে এক mol গ্যাসীয় পদার্থের আয়তন 24.789 লিটার।
মোলার দ্রবণঃ স্থির তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 মিলি দ্রাবকে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।
যেমনঃNaOH এর আনবিক ভর 40g. স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ বলে।
মোলারিটিঃ নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 মিলি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”