বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয় কেন?
বর্ষাকালে বাড়ির ছাদে শ্যাওলা পড়ে। শ্যাওলা হচ্ছে ক্ষারীয় পিচ্ছিলধর্মী পদার্থ। ক্ষারধর্মী শ্যাওলা দূর করতে অম্লীয় পদার্থ বালি যোগ করা হয়। ফলে বালি ও শ্যাওলা প্রশমন বিক্রিয়া মাধ্যমে পিচ্ছিলতা দূর হয়। এইজন্য বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয়।
তাছাড়াও যেসব স্যাঁতসেতে জায়গাতে শ্যাওলা পড়ে সে জায়গাতে বালি দিলে শ্যাওলা দূর হয়। ঐ জায়গাতে আর পিচ্ছিলতা থাকে না।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বর্ষাকালে পাকা বাড়ির ছাদ পিচ্ছিল হলে বালি দেওয়া হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”