অ্যাভোগেড্রো সংখ্যা ও রাসায়নিক সমীকরণ কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “অ্যাভোগেড্রো সংখ্যা ও রাসায়নিক সমীকরণ কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অ্যাভোগেড্রো সংখ্যা ও রাসায়নিক সমীকরণ কাকে বলে?
অ্যাভোগেড্রো সংখ্যা : কোন পদার্থের 1 মোলে যতসংখ্যক অনু ; পরমাণু বা আয়ন উপস্থিত থাকে তার সংখ্যা কে অ্যাভোগেড্রো সংখ্যা বলা হয়।
এর মান 6.023 x 10²³
রাসায়নিক সমীকরণ : একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা সংক্ষিপ্ত আকারে প্রকাশের পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে।
যেমন : H₂ + Cl₂ ------> 2HCl
এটি একটি রাসায়নিক সমীকরণ
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যাভোগেড্রো সংখ্যা ও রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”