অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?
যেসব d- ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে d- অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। পর্যায় সারণি চতুর্থ পর্যায়ের থেকে পরবর্তী পর্যায়ে এবং 4 নম্বর গ্রুপ থেকে 11 নম্বর গ্রুপে এদের অবস্থান। অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করার কারণ, এদের বহিঃস্থ শক্তিস্তরে একাধিক অরবিটাল ফাঁকা থাকে। যার কারণে বহিঃস্থ শক্তিস্তরে একাধিক ইলেকট্রনকে উত্তেজিত অবস্থায় ঐ ফাঁকা অরবিটাল গুলোতে স্থানান্তর করা যায়। এজন্য অবস্থান্তর মৌলগুলি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
Fe²+ (26) ---> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁶
Fe³+ (26) ---> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵
Cu+ (29)----> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º
Cu²+ (29)----> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁹
Cr³+ (24) ---> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d³
Cr⁶+ (24) ---> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3dº
কিছু অবস্থান্তর মৌলর পরিবর্তনশীল যোজনী নিম্নরূপঃ
Fe --> 2,3
Cr --> 2,3,4,5,6.
Mn --> 2,3,4,5,6,7
Cu --> 1,2
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”