এক গ্রাম সোডিয়ামে কতটি পরমাণু আছে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “এক গ্রাম সোডিয়ামে কতটি পরমাণু আছে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
এক গ্রাম সোডিয়ামে কতটি পরমাণু আছে?
সোডিয়ামের পারমাণবিক ভর 23.
23 গ্রাম সোডিয়াম পরমাণু = 1 মোল সোডিয়াম পরমাণু
1 মোল সোডিয়াম পরমাণুতে পরমাণু বিদ্যমান 6.023x10²³ টি।
23g সোডিয়ামে পরমাণু আছে 6.023x10²³ টি
1g " " (6.023x10²³) ÷23
= 2.62x10²² টি
অতএব 1 গ্রাম সোডিয়ামে 2.62x10²² টি সোডিয়ামে পরমাণু আছে।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে এক গ্রাম সোডিয়ামে কতটি পরমাণু আছে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”