পানিযোজন বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “পানিযোজন বিক্রিয়া কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
পানিযোজন বিক্রিয়া কি?
পানিযোজন বিক্রিয়াঃ কিছু আয়নিক যৌগ কেলাস গঠনের সময় পরিবেশ থেকে এক বা একাধিক পানির অনু শোষণ করে এ ধরনের বিক্রিয়া কে পানিযোজন বিক্রিয়া বলে।
আবার, কেলাস গঠনের সময় আয়নিক যৌগের সাথে পানির অণু যুক্ত হওয়াকে পানিযোজন বিক্রিয়া বলে।
কিছু আয়নিক যৌগ আছে যারা পানির অনুর সাথে যুক্ত হলেন বর্ণের পরিবর্তন ঘটে।
যেমনঃ শুষ্ক বা অনার্দ্র কপার সালফেট (CuSO₄) সাদা বর্ণের কিন্তু এর সাথে 5 অণু পানি যুক্ত হয়ে কেলাস গঠন করলে এর বর্ণ নীল হয়।
যাকে আমরা তুঁতে (CuSO₄ .5H₂O) বলি।
- CuSO₄+5H₂O ----->CuSO₄ .5H₂O
Na₂SO₄ এর সাথে 10 অনু পানি যুক্ত হলে গ্লুবার লবণ গঠন করে।
- Na₂SO₄+10H₂O ----->Na₂SO₄ .10H₂O
ZnSO₄ এর সাথে 7 অনু পানি যুক্ত হলে সাদা ভিট্রিওল গঠন করে।
- ZnSO₄+7H₂O ------> ZnSO₄ .7H₂O
FeSO₄ এর সাথে 7 অনু পানি যুক্ত হলে গ্রীন ভিট্রিওল গঠন করে।
- FeSO₄ + 7H₂O ------> FeSO₄ . 7H₂O
Na₂CO₃ এর সাথে 10 অনু পানি যুক্ত হলে কাপড় কাচার সোডা গঠন করে।
- Na₂CO₃ + 10 H₂O ------> Na₂CO₃ .10H₂O
- CaCl₂+6H₂O ------>CaCl₂ .6H₂O
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পানিযোজন বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”