রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন?- রসায়ন [Update]

রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন?- রসায়ন [Update]

রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন?

সকল পদার্থই তার স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। সেরূপ মৌলসমূহের সাধারণ প্রবণতা হলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা লাভ করা। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য মৌল গুলির বহিঃস্থ কক্ষপথ অসম্পূর্ণ থাকার কারণে ঐ মৌলগুলি অষ্টক পূরণের জন্য একটি পরমানু অন্য একটি পরমাণুর সাথে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের করে। এর মাধ্যমে মৌল গুলি স্থিতিশীলতা লাভ করে এবং রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে মৌল সমূহের স্থিতিশীলতা লাভ করা।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রাসায়নিক বন্ধন গঠিত হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন