সমানুকরন বিক্রিয়া কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “সমানুকরন বিক্রিয়া কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
সমানুকরন বিক্রিয়া কি?
সমানুকরন বিক্রিয়াঃ যে বিক্রিয়ার মাধ্যমে যৌগের পরমাণুসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমানু থেকে অপর সমানু উৎপন্ন হলে তাকে সমানুকরন বিক্রিয়া বলে।
যেমনঃ ভিনাইল অ্যালকোহলকে পুনর্বিন্যাস করলে ইথান্যাল উৎপন্ন হয়।
CH₂=CH-OH -------> CH₃-CHO
বিউটেনকে পুনর্বিন্যাস করলে 2- মিথাইল প্রোপেন উৎপন্ন করে।
CH₃CH₂CH₂CH₃ -----> CH₃CHCH₃ - CH₃
আবার, অ্যামোনিয়াম সায়ানেটকে পুনর্বিন্যাস করলে ইউরিয়া উৎপন্ন হয়।
- NH₄CNO ------> NH₂-CO-NH₂
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সমানুকরন বিক্রিয়া কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”