গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষ্য কোষ ও তড়িৎদ্বার কাকে বলে?- রসায়ন [Update]

গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষ্য কোষ ও তড়িৎদ্বার কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষ্য কোষ ও তড়িৎদ্বার কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষ্য কোষ ও তড়িৎদ্বার কাকে বলে?

গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষ্য কোষ ও তড়িৎদ্বার কাকে বলে?

গ্যালভানিক কোষঃ  যে তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎদ্বার দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আংশিক নিমজ্জিত থেকে স্বতঃস্ফূর্তভাবে কোষ বিক্রিয়া ঘটায় এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় তাকে গ্যালভানিক কোষ বলে।

 

তড়িৎ বিশ্লেষ্য কোষঃ  যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ  বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বার দুটি একই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আংশিক নিমজ্জিত থাকে।


তড়িৎদ্বারঃ তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে গ্যালভানিক কোষ, তড়িৎবিশ্লেষ্য কোষ ও তড়িৎদ্বার কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন