আইসোটোপের মেটাস্ট্যাবল অবস্থা কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “আইসোটোপের মেটাস্ট্যাবল অবস্থা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
আইসোটোপের মেটাস্ট্যাবল অবস্থা কি?
Tc - 99m আইসোটোপের ক্ষেত্রে 'm' দ্বারা মেটাস্ট্যাবল অবস্থা বোঝানো হয়। আইসোটোপের মেটাস্টেবল অবস্থা একটি উত্তেজিত অবস্থা। যার স্থায়িত্ব সাধারণ অবস্থার চেয়ে কম, কিন্তু উত্তেজিত অবস্থায় থেকে বেশি। মেটাস্ট্যাবল অবস্থায় থাকা আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি (গামা রশ্মি) বিকিরণ করে স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে আইসোটোপের মেটাস্ট্যাবল অবস্থা কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”