সাব অক্সাইড ও মিশ্র অক্সাইড কাকে বলে?- রসায়ন [Update]

সাব অক্সাইড ও মিশ্র অক্সাইড কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা সাব অক্সাইড ও মিশ্র অক্সাইড কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

সাব অক্সাইড ও মিশ্র অক্সাইড কাকে বলে?

সাব অক্সাইড ও মিশ্র অক্সাইড কাকে বলে?

সাব অক্সাইডঃ  যেসব অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইড থেকে কম থাকে তাদেরকে সাব অক্সাইড বলে।

যেমনঃ লেড অক্সাইড (PbO) স্বাভাবিক অক্সাইড। যেখানে একটি লেড পরমাণু সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত থাকে। 

কিন্তু লেড সাব অক্সাইডে (Pb₂O) একটি অক্সিজেন পরমাণু সঙ্গে দুইটি লেড পরমাণু যুক্ত থাকে। 

আবার, Sn₂O একটি সাব অক্সাইড। এর স্বাভাবিক অক্সাইড SnO.


মিশ্র অক্সাইডঃ  যেসব অক্সাইডের একই ধাতুর দুটি ভিন্ন জারণ সংখ্যার অক্সাইড উপস্থিত থাকে সেই অক্সাইড গুলিকে মিশ্র অক্সাইড বলে।


যেমনঃ Fe₃O₄ একটি মিশ্র অক্সাইড। কারণ এই অক্সাইডে +2 জারণ সংখ্যার FeO এবং +3 জারণ সংখ্যার Fe₂O₃ অক্সাইড দুটি মিশ্রিত থাকে। আবার Pb₂O₃একটি মিশ্র অক্সাইড। কারণ Pb₂O₃অক্সাইডে +2 জারণ সংখ্যা PbO এবং +4 জারণ সংখ্যার PbO₂ অক্সাইড দুটি মিশ্রিত থাকে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে সাব অক্সাইড ও মিশ্র অক্সাইড কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন