রসায়ন বিজ্ঞানের জনক: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “রসায়ন বিজ্ঞানের জনক” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
রসায়ন বিজ্ঞানের জনক
জাবির ইবনে আল হাইয়ান (722 - 804) কে রসায়নের জনক বলা হয়। তিনি একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক পদার্থবিজ্ঞানী, ঔষধ বিশারদ ও চিকিৎসক। তিনি আলকেমিতে পরীক্ষামূলক পদ্ধতির গোড়াপত্তন করেছিলেন। তিনি রসায়নে অসংখ্য গুরুত্বপূর্ণ বিক্রিয়া আবিষ্কার করেছিলেন। যার অনেকগুলো এখনো ব্যবহার করা হয়।
যেমনঃ হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড সংশ্লেষণ, পাতন এবং কেলাসিকরন।
তবে আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্থনি ল্যাভসিয়ে কে।
জৈব রসায়নের জনক ফেডারিক ভোলার।
পরমানুবাদের জনক জন ডাল্টন।
অণু ধারনার প্রবর্তক অ্যাভোগেড্রো।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রসায়ন বিজ্ঞানের জনক বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”