বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা,ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে- রসায়ন [Update]

বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা,ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা,ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা,ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে

বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা,ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে

বিগালকঃ  কোন পদার্থের গলন তাপমাত্রা হ্রাস করার জন্য ঐ পদার্থের মধ্যে ভিন্ন আরেকটি যে  পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে।

 

খনিজমলঃ  আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় আকরিকের সাথে অন্যান্য যেসব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে সেসব পদার্থকে খনিজমল বলে।


ফ্লাক্সঃ  আকরিক থেকে খনিজমল দূর করার জন্য আকরিকের মধ্যে যে পদার্থ যোগ করা হয় তাকে ফ্লাক্স বলে।


ম্যাগমাঃ  কোন কোন শিলা ভূগর্ভের অনেক গভীরে থাকে যা ভূগর্ভের উচ্চচাপে ও তাপে গলে যায় এই গলিত শিলাকে ম্যাগমা বলে।

 

ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণঃ পরিত্যক্ত ধাতু থেকে পুনরায় ব্যবহার উপযোগী ধাতুতে পরিণত করার পদ্ধতিকে ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ বলে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে বিগালক, খনিজমল, ফ্লাক্স, ম্যাগমা,ধাতু পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাকে বলে বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন