রসায়ন কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “রসায়ন কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
রসায়ন কাকে বলে?
বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন বিক্রিয়া, অনু -পরমানুর গঠন, পরিবর্তন যেমন: সৃষ্টি, ধ্বংস, বৃদ্ধি, রূপান্তর ইত্যাদির আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।
প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা আল-কেমি নামে পরিচিত। আল-কেমি শব্দটি আরবি শব্দ আল -কিমিয়া থেকে গৃহীত। রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল বলে এমন নামকরণ করা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে রসায়ন কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”