প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয় কেন?
যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট অর্থাৎ জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে।
আবার জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে।
প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয় কারণ, প্রমাণ দ্রবণে নির্দিষ্ট আয়তনে দ্রবের পরিমাণ জানা থাকে। যার কারণে টাইট্রেশন প্রক্রিয়ায় প্রমাণ দ্রবণ ব্যবহার করে কোনো একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। এজন্য প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে প্রমাণ দ্রবণ ব্যবহার করা হয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”