আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য কি?- রসায়ন [Update]

আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য কি?

আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য কি?

আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু বা যৌগমূলককে আয়ন বলে।

কিন্তু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।

২. একটি আয়ন দেখে বোঝা যায় ঐ মৌলের পরমাণুটি ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট কিনা। যেমনঃ Cl -  দ্বারা বোঝা যায় ক্লোরিন পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত।

অপরদিকে প্রত্যেক মৌলের প্রতীক দ্বারা মৌলের পরমাণুকে বোঝানো হয়। যেমনঃ Cl দ্বারা ক্লোরিনের পরমাণুকে বোঝায়।

৩. আয়নসমূহ ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে চার্জ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়।

কিন্তু মৌলের পরমাণুসমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে আয়ন ও পরমাণুর মধ্যে পার্থক্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন