অভিজাত ধাতু কাকে বলে?- রসায়ন [Update]

অভিজাত ধাতু কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অভিজাত ধাতু কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

অভিজাত ধাতু কাকে বলে?

অভিজাত ধাতু কাকে বলে?

যে সমস্ত ধাতু তুলনামূলকভাবে কম সক্রিয় তাদেরকে অভিজাত ধাতু বলে।

এসব ধাতু কম সক্রিয় বলে প্রাচীনকাল থেকে মানুষ গহনা হিসাবে ব্যবহার করে। এসব ধাতুকে খনিতে প্রায় বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। অভিজাত ধাতু সহজে অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না। কারণ তারা রাসায়নিকভাবে তেমন সক্রিয় নয়। এজন্য এদের অভিজাত ধাতু বলে। 


অভিজাত ধাতু গুলি হল- সোনা (Au), রুপা (Ag), প্লাটিনাম (Pt),Cs ; Rb ; Hg ইত্যাদি।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অভিজাত ধাতু কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন