যোজনী শেল, বন্ধনশক্তি ও আয়ন কাকে বলে?- রসায়ন [Update]

যোজনী শেল, বন্ধনশক্তি ও আয়ন কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা যোজনী শেল, বন্ধনশক্তি ও আয়ন কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

যোজনী শেল, বন্ধনশক্তি ও আয়ন কাকে বলে?

যোজনী শেল, বন্ধনশক্তি ও আয়ন কাকে বলে?

যোজনী শেলঃ  কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথ বা সর্ববহিঃস্থ কক্ষপথকে যোজনী শেল বা শক্তিস্তর বলে।

 

বন্ধনশক্তিঃ  যেসব মৌলের অনুতে পরমাণুসমূহ এক বিশেষ আকর্ষণ শক্তি দ্বারা পরস্পর আবদ্ধ থাকে তাকে বন্ধনশক্তি বলে।

 

আয়নঃ  রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণুগুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়, তাকে আয়ন বলে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে যোজনী শেল, বন্ধনশক্তি ও আয়ন কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন