পর্যায় সারণি, পর্যায়বৃত্ত ধর্ম, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে?- রসায়ন [Update]

পর্যায় সারণি, পর্যায়বৃত্ত ধর্ম, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা পর্যায় সারণি, পর্যায়বৃত্ত ধর্ম, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

পর্যায় সারণি, পর্যায়বৃত্ত ধর্ম, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে?

পর্যায় সারণি, পর্যায়বৃত্ত ধর্ম, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে?

পর্যায় সারণিঃ  একই ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই গ্রুপভুক্ত করে এবং আবিষ্কৃত সকল মৌলকে স্থান দিয়ে বর্তমানে যে সারণি প্রচলিত আছে তাকে পর্যায় সারণি বলে।


পর্যায়বৃত্ত ধর্ম : পর্যায় সারণিতে যে ধর্মগুলো একটি নির্দিষ্ট মৌল বা সংখ্যা পরপর পুনরাবৃত্তি ঘটে ঐ ধর্মগুলিকে পর্যায়বৃত্ত ধর্ম বলে।

যেমনঃ আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণুর আকার, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, যোজনী ইত্যাদি।


বিরল মৃত্তিকা মৌলঃ  পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে গ্রুপ তিনের মৌল ল্যান্থানাম (La) এর পরবর্তী মৌল সিরিয়াম(Ce) থেকে লুটেসিয়াম(Lu) পর্যন্ত 14 টি মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলে। এদেরকে পর্যায় সারণির নিচে ল্যান্থানাইড সিরিজ স্থান দেওয়া হয়েছে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পর্যায় সারণি, পর্যায়বৃত্ত ধর্ম, বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন