মৌলের ল্যাটিন নামকরণ- রসায়ন [Update]

মৌলের ল্যাটিন নামকরণ: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা মৌলের ল্যাটিন নামকরণ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

মৌলের ল্যাটিন নামকরণ

মৌলের ল্যাটিন নামকরণ

  1. সোডিয়াম -- Natrium --- Na
  2. পটাশিয়াম --- Kalium ---- K
  3. আয়রন --- Ferrum ----- Fe
  4. কপার ----  Cuprum ---- Cu
  5. সিলভার -- Argentum -- Ag
  6. গোল্ড ---- Aurum ------- Au
  7. টিন   ---- Stannum ----- Sn
  8. এন্টিমনি  --- Stibium --- Sb
  9. লেড  --- Plumbum ---- Pb
  10. টাংস্টেন --- Wolfram ---- W
  11. মারকারি -- Hydrurgyrum -- Hg 

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে মৌলের ল্যাটিন নামকরণ বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন