হ্যালোজেন কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “হ্যালোজেন কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
হ্যালোজেন কাকে বলে?
হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ উৎপাদনকারী।
ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I) এদের মূল উৎস সামুদ্রিক লবণ। সমুদ্রের পানি বা সামুদ্রিক উদ্ভিদ থেকে এদের সংগ্রহ করা হয় বলে এমন নামকরণ করা হয়।
পর্যায় সারণিতে 17 নম্বর গ্রুপে হ্যালোজেন গুলির অবস্থান।
পর্যায় সারণির সর্বডানে এদের অবস্থান হওয়ায় ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হয়। এরা ধাতুর সাথে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড গঠন করে।
হ্যালোজেন গুলির নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটি ইলেকট্রন কম থাকে। এর জারণ সংখ্যা -1 হয়। হ্যালোজেন গুলি অধাতু হওয়ায় এদের অক্সাইড অম্লীয় প্রকৃতির।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে হ্যালোজেন কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”