পাতন ও ঊর্ধ্বপাতন কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “পাতন ও ঊর্ধ্বপাতন কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
পাতন ও ঊর্ধ্বপাতন কাকে বলে?
পাতন ঃ কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে
পরিণত করার পদ্ধতিকে পাতন বলে।
পাতন = বাষ্পীভবন + ঘনীভবন।
পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোন মিশ্রনের বা দ্রনের উপাদানকে পৃথক করা যায়।
যেমন ঃ পানি ও ইথানলের দ্রবনকে পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায়। এ পদ্ধতিতে দ্রবনের যে উপাদানটির স্ফুটনাংক কম সেই উপাদানটি প্রথমে বাষ্পীভূত হবে।
এ বাষ্পকে শীতল করতে হবে।
ঊর্ধ্বপাতন ঃ যে প্রক্রিয়ায় কোন কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিনত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। নিশাদল, কর্পূর, ন্যাপথালিন, কঠিন CO2, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই পদার্থগুলোকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিনত হয়। এই পদার্থগুলোকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে পাতন ও ঊর্ধ্বপাতন কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”