শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়?- রসায়ন [Update]

শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়?

শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়?

কোন যৌগের প্রতি 100 গ্রামে ঐ যৌগের উপাদান মৌলের যত গ্রাম থাকে সেই পরিমানকে ঐ মৌলের শতকরা সংযুতি বলে।

শতকরা সংযুতি থেকে কোন যৌগে বিদ্যামান উপাদান মৌলগুলির শতকরা পরিমাণ জানা যায়। কোন যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে হলে ঐ যৌগের আণবিক ভর জানা প্রয়োজন। আবার ঐ যৌগের উপাদান মৌলগুলি কি পরিমানে আছে তাও জানা দরকার।

কোন যৌগের আণবিক ভর থেকে তার উপাদান মৌলগুলির নির্দিষ্ট পরিমাণের শতকরা হিসেব করলে ঐ যৌগের শতকরা সংযুতি পাওয়া যায়। 

যেমনঃ NaOH এর আণবিক ভর 

= 23+16+1 = 40 গ্রাম। যৌগটিতে সোডিয়াম (Na) আছে 23 গ্রাম, অক্সিজেন (O) আছে 16 গ্রাম এবং হাইড্রোজেন (H) আছে 1 গ্রাম।

অতএব NaOH এর শতকরা সংযুতি নিম্নরূপ :

NaOH যৌগে Na এর শতকরা সংযুতি

 = 23x100 ÷ 40 = 57.5%


NaOH যৌগে O এর শতকরা সংযুতি

 = 16x100 ÷ 40 =40%


NaOH যৌগে H এর শতকরা সংযুতি

 = 1x100 ÷ 40 =2.5%


 সুতরাং NaOH যৌগটিতে উপাদান মৌল Na, O, H এদের শতকরা সংযুক্তি যথাক্রমে 57.5% ; 40% ; 2.5%.

একইভাবে, আমরা যে কোন যৌগের শতকরা সংযুতি একই পদ্ধতিতে হিসাব করতে পারি।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন