ব্যাপনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি?- রসায়ন [Update]

ব্যাপনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ব্যাপনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ব্যাপনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি?

ব্যাপনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি?

নির্দিষ্ট তাপমাত্রায় কোন পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক।


কোন পদার্থের ব্যাপন হার ' r ' এবং ঘনত্ব 'd ' হলে দেখানো যায় ,  

                r α 1 / √d

অর্থাৎ কোন পদার্থের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হবে এবং ঘনত্ব কম হলে ব্যাপন হার বেশি হবে।

সুতরাং ব্যাপন ও ঘনত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ব্যাপনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন