শতকরা সংযুতি, লিমিটিং বিক্রিয়ক, কেলাস পানি কাকে বলে?- রসায়ন [Update]

শতকরা সংযুতি, লিমিটিং বিক্রিয়ক, কেলাস পানি কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা শতকরা সংযুতি, লিমিটিং বিক্রিয়ক, কেলাস পানি কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

শতকরা সংযুতি, লিমিটিং বিক্রিয়ক, কেলাস পানি কাকে বলে?

শতকরা সংযুতি, লিমিটিং বিক্রিয়ক, কেলাস পানি কাকে বলে?

শতকরা সংযুতিঃ  কোন যৌগের প্রতি 100 গ্রামে ঐ যৌগের কোন উপাদান মৌলের যত গ্রাম থাকে তাকে ঐ মৌলের শতকরা সংযুতি বলে।


লিমিটিং বিক্রিয়কঃ  কোন রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে না অর্থাৎ শেষ হয়ে যায় ঐ বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে।


কেলাস পানিঃ  আয়নিক যৌগ কেলাস গঠনের সময় প্রতি অণুতে যে নির্দিষ্ট সংখ্যক পানির অনুকে যুক্ত করে সেই নির্দিষ্টসংখ্যক পানির অনুকে কেলাস পানি বলে। 

যেমন, আর্দ্র কপার সালফেট (CuSO₄ .5H₂O) বা তুঁতেতে 5 অণু পানিযুক্ত থাকে। এই  5 অণু পানিকে কেলাস পানি বলে।

বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে শতকরা সংযুতি, লিমিটিং বিক্রিয়ক, কেলাস পানি কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন