আলকেমি, ট্রিফয়েল, দাহ্য পদার্থ কাকে বলে?- রসায়ন [Update]

আলকেমি, ট্রিফয়েল, দাহ্য পদার্থ কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা আলকেমি, ট্রিফয়েল, দাহ্য পদার্থ কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

আলকেমি, ট্রিফয়েল, দাহ্য পদার্থ কাকে বলে?

আলকেমি, ট্রিফয়েল, দাহ্য পদার্থ কাকে বলে?

আলকেমিঃ  প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা আলকেমি নামে পরিচিত। আলকেমি শব্দটি আরবি "আল কিমিয়া" থেকে উদ্ভূত। যা দ্বারা মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো।


ট্রিফয়েলঃ  ট্রিফয়েল হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন।  

 ট্রিফয়েল চিহ্ন দ্বারা অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি কে বোঝানো হয়। 1946 সালে আমেরিকাতে প্রথমে এই ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটি ব্যবহার করা হয়।


দাহ্য পদার্থঃ  যেসব পদার্থে সহজেই আগুন ধরতে পারে এবং বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাকে দাহ্য পদার্থ বলে। 

যেমনঃ অ্যালকোহল, পেট্রোলিয়াম, অ্যারোসল ইত্যাদি।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে আলকেমি, ট্রিফয়েল, দাহ্য পদার্থ কাকে বলে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন