ব্লিচিং পাউডার কিভাবে জীবনুকে ধ্বংস করে?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা “ব্লিচিং পাউডার কিভাবে জীবনুকে ধ্বংস করে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ।
তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
ব্লিচিং পাউডার কিভাবে জীবনুকে ধ্বংস করে?
বাড়ির আশেপাশে ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় বা টয়লেটের কমোড, ঘরের মেঝে ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা যায়। ব্লিচিং পাউডার কে যখন ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় ছিটিয়ে দেওয়া হয় বা টয়লেটের কমোড, বেসিনে দেওয়ার পর পানি যো়গ করা হয়, তখন ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাস এসিড (HOCl) এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। পরবর্তীতে হাইপোক্লোরাস এসিড ভেঙ্গে গিয়ে জায়মান অক্সিজেন তৈরি করে যা জীবনুকে ধ্বংস করে।
Ca(OCl)Cl+H₂O ------> CaCl₂+ HOCl
HOCl ---------> HCl + [ O ]
[O] + জীবাণু -------> মৃত জীবাণু
এছাড়া এ জায়মান অক্সিজেন রঙ্গিন পদার্থকে বর্ণহীন করতে পারে ।
[O] + রঙিন পদার্থ --------> বর্ণহীন পদার্থ।
বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ব্লিচিং পাউডার কিভাবে জীবনুকে ধ্বংস করে? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”