ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি?- রসায়ন [Update]

ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি?

ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি?

ইলেকট্রনঃ  পরমাণুতে নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট শক্তিস্তরে ঋণাত্মক আধান যুক্ত যে স্থায়ী মূল কণিকা অবস্থান করে তাকে ইলেকট্রন বলে।

একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় 1837 গুন কম।

ইলেকট্রনের আধান = - 1.60 x 10 - ¹⁹ কুলম্ব 

বা, - 1.60 x10 - ²º emu  

বা,  4.8x10 - ¹º esu

ইলেকট্রনের ভর = 9.11 x 10 - ²⁸ g

ইলেকট্রন এর প্রতীক = e-

ইলেকট্রনের আপেক্ষিক আধান = - 1


প্রোটনঃ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত যে স্থায়ী মূল কণিকা অবস্থান করে তাকে প্রোটন বলে।

প্রোটনের আধান = + 1.60 x 10 - ¹⁹ কুলম্ব 

বা,   1.60 x10 - ²º emu  

বা,  4.8x10 - ¹º esu

 প্রোটনের ভর = 1.67 x 10 - ²⁴ g

 প্রোটনের প্রতিক = p

 প্রোটনের আপেক্ষিক আধান = + 1


নিউটনঃ  পরমাণুর নিউক্লিয়াসে চার্জ নিরপেক্ষ স্থায়ী মূল কণিকাকে নিউটন বলে।

 নিউটনের আধান = 0

 নিউট্রনের ভর = 1.675 x 10 - ²⁴ g

 নিউটনের প্রতীক = n

 আপেক্ষিক আধান = 0


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বৈশিষ্ট্য কি? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন