ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়?- রসায়ন [Update]

ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়?

ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়?

ক্যাটায়ন:  ধনাত্মক চার্জযুক্ত পরমাণুসমূহ কে ক্যাটায়ন বলে।

 যেসব পরমাণুর শেষ কক্ষপথে 1, 2 বা 3 টি ইলেকট্রন থাকে, সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন গঠন করে।

যেমন : Na  -------> Na+  + e -

এখানে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ক্যাটায়ন গঠন করেছে।

অ্যানায়ন :  ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে।

 যেসব : যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সে সব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন গঠন করে।

যেমন : Cl + e -  -------> Cl-

 এখানে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠন করেছে।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন