জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
জিকা ভাইরাস (Zika Virus) কি? এর লক্ষণ, নিবারণ এবং নিয়ন্ত্রণ
জিকা ভাইরাস হচ্ছে ফ্ল্যাভিভাইরিডি পরিবারের ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত। এটি একটি RNA ভাইরাস যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক বানরের দেহে এ ভাইরাসটি প্রথম সনাক্ত হয়। ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে প্রথমবারের মতো মানবদেহে ভাইরাসটি পাওয়া যায়।
জিকা ভাইরাসের লক্ষণ
১. জ্বর হওয়া;
২. হালকা মাথা ব্যাথা হওয়া;
৩. অস্থিসন্ধিতে ব্যাথা হওয়া;
৪. পেশীতে ব্যাথা হওয়া;
৫. শরীরে লালচে দাগ বা ফুস্কুড়ি পড়া ইত্যাদি।
নিবারণ : Zika Virus-এ আক্রান্ত হলে তা থেকে সুস্থ হতে নিম্নোক্ত কাজগুলো করা যেতে পারে–
- পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।
- জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।
- জ্বর বেশি হলে শরীর মুছে দিতে হবে।
- আক্রান্ত রোগীকে যেন মশা না কামড়াতে পারে তার ব্যবস্থা করতে হবে। কারণ মশার মাধ্যমে এ ভাইরাসের বিস্তার ঘটে।
- মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে।
- বাসা বাড়িতে যেখানে পানি জমে থাকে যেমন ফুলের টব, গাড়ির টায়ার ইত্যাদি পরিষ্কার রাখতে হবে যেন তা মশার প্রজনন ক্ষেত্র না হয়।