নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?- রসায়ন [Update]

নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?

নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন?

ঘনীভবন পলিমারঃ  যে পলিমারকরণ বিক্রিয়ায় দুইটি ভিন্ন কার্যকরী মূলক বিশিষ্ট মনোমার অনুসমুহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র অনু যেমনঃH₂O,CO₂, ইত্যাদি অপসারণ করে সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরন বিক্রিয়া বলে। উৎপন্ন পলিমারকে ঘনীভবন পলিমার বলে।

অ্যাডিপিক এসিড {HOOC-(CH₂)₄-COOH} ও 

হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে

{NH₂-(CH₂)₆-NH₂} 

পলিমারকরণ করলে পানি অনু অপসারিত হয়ে নাইলন পলিমার উৎপন্ন হয়।

HOOC-(CH₂)₄-COOH+ NH₂-(CH₂)₆-NH₂ ----> 

HOOC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH₂+H₂O

nHOOC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH₂----->

[--OC-(CH₂)₄-CONH-(CH₂)₆-NH--]n + nH₂O

                নাইলন 6:6

সুতরাং বলা যায় নাইলন একটি ঘনীভবন পলিমার।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে নাইলন বা নাইলন 6:6 ঘনীভবন পলিমার কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন