অ্যালুমিনিয়াম সালফেটের Al₂(SO₄)₃ জলীয় দ্রবণ অম্লীয় কেন?- রসায়ন [Update]

অ্যালুমিনিয়াম সালফেটের Al₂(SO₄)₃ জলীয় দ্রবণ অম্লীয় কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা অ্যালুমিনিয়াম সালফেটের Al₂(SO₄)₃ জলীয় দ্রবণ অম্লীয় কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।


অ্যালুমিনিয়াম সালফেটের Al₂(SO₄)₃ জলীয় দ্রবণ অম্লীয় কেন?

অ্যালুমিনিয়াম সালফেটের Al₂(SO₄)₃ জলীয় দ্রবণ অম্লীয় কেন?

সবল এসিড H₂SO₄ ও দুর্বল ক্ষার Al(OH)₃  বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট Al₂(SO₄)₃  লবণ গঠন করে। 

এটি আবার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H₂SO₄ ও Al(OH)₃উৎপন্ন করে।


Al₂(SO₄)₃ +6H₂O --->2Al₂(SO₄)₃ +3H₂SO₄


আবার, সালফিউরিক এসিড সবল হওয়ায় জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ ও SO₄² - আয়ন উৎপন্ন করে।


H₂SO₄ (aq) --------> H+(aq) + SO₄² - (aq)


অপরদিকে Al(OH)₃ দুর্বল ক্ষার বলে জলীয় দ্রবণে অল্প পরিমাণে বিয়োজিত হয়। 

Al₂(SO₄)₃  লবণের জলীয় দ্রবণে H+(aq) আয়নের ঘনমাত্রা অধিক হওয়ার কারণে Al₂(SO₄)₃ এর জলীয় দ্রবণ অম্লীয় হয়।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অ্যালুমিনিয়াম সালফেটের Al₂(SO₄)₃ জলীয় দ্রবণ অম্লীয় কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন