আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “একটি মানুষ খুন করিলে” এর লিরিক্স দেওয়া হলো।
একটি মানুষ খুন করিলে - ইসলামী সঙ্গীত লিরিক্স
একটি মানুষ খুন করিলে
খুন করা হয় কুল মানব
একটি জীবন বাঁচালে হয়
রক্ষা করা জীবন সব।।
আল্লার এই মহান বাণী
আমরা কি আজ কেউ তা মানি
নেই ধরণির শান্তি কোথাও
তাইতো শুনি হত্যা রব।।
রক্ত নেশায় মত্ত সবাই
সৃষ্টি বুঝি হয় যে শেষ
নেই মানুষের চিত্তে এখন
মানবতার চিহ্ন লেশ।।
শ্রেষ্ঠ যখন মানুষ ধরায়
তার কাজে সে নজীর কোথায়
স্বার্থ নিয়ে রক্ত ঝরার
চলছে কেন এই আহব।।
- সাবির আহমেদ চৌধুরী-
খুন করা হয় কুল মানব
একটি জীবন বাঁচালে হয়
রক্ষা করা জীবন সব।।
আল্লার এই মহান বাণী
আমরা কি আজ কেউ তা মানি
নেই ধরণির শান্তি কোথাও
তাইতো শুনি হত্যা রব।।
রক্ত নেশায় মত্ত সবাই
সৃষ্টি বুঝি হয় যে শেষ
নেই মানুষের চিত্তে এখন
মানবতার চিহ্ন লেশ।।
শ্রেষ্ঠ যখন মানুষ ধরায়
তার কাজে সে নজীর কোথায়
স্বার্থ নিয়ে রক্ত ঝরার
চলছে কেন এই আহব।।
- সাবির আহমেদ চৌধুরী-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “একটি মানুষ খুন করিলে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স