আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “চল রে কাবার জেয়ারতে” এর লিরিক্স দেওয়া হলো।
চল রে কাবার জেয়ারতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
চল রে কাবার জেয়ারতে, চল নবীজীর দেশ।
দুনিয়াদারী লেবাস খুলে পর রে হাজীর বেশ।।
আওকাত তোর থাকে যদি আরাফাতের ময়দান
চল আরাফাতের ময়দান,
এক জমাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান-
মুসলিম গৌরব দেকঘার যদি থাকে তার খাহেশ।।
যেথায় হযরত হলেন নাজেল মা আমিনার ঘরে,
খেলেছেন যার পথে ঘাটে মক্কার শহরে-
চল মক্কার শহরে;
সেই মাঠের ধূরা মাখবি যথা নবী চরাতেন মেষ।।
করে হিযরত কায়েম হলেন মদিনায় হযরত-
-যে মদিনায় হযরত,
সেই মদিনা দেখবি রে চল
মিটবে প্রানের হসরত;
সেথা নবীজীর ঐ রওজাতে তোর
আরজী করবি পেশ।।
-কাজী নজরুল ইসলাম-
দুনিয়াদারী লেবাস খুলে পর রে হাজীর বেশ।।
আওকাত তোর থাকে যদি আরাফাতের ময়দান
চল আরাফাতের ময়দান,
এক জমাত হয় যেখানে ভাই নিখিল মুসলমান-
মুসলিম গৌরব দেকঘার যদি থাকে তার খাহেশ।।
যেথায় হযরত হলেন নাজেল মা আমিনার ঘরে,
খেলেছেন যার পথে ঘাটে মক্কার শহরে-
চল মক্কার শহরে;
সেই মাঠের ধূরা মাখবি যথা নবী চরাতেন মেষ।।
করে হিযরত কায়েম হলেন মদিনায় হযরত-
-যে মদিনায় হযরত,
সেই মদিনা দেখবি রে চল
মিটবে প্রানের হসরত;
সেথা নবীজীর ঐ রওজাতে তোর
আরজী করবি পেশ।।
-কাজী নজরুল ইসলাম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “চল রে কাবার জেয়ারতে” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স