কোনো শীর্ষক নেই

ডিটারজেন্টে ফসফেটের পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন?: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আমি জানি তোমরা ডিটারজেন্টে ফসফেটের পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। 

তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

ডিটারজেন্টে ফসফেটের পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন?

ডিটারজেন্টে ফসফেটের পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন?

ডিটারজেন্টের ময়লা পরিষ্কারক ক্ষমতা বৃদ্ধি করার জন্য কোন কোন ডিটারজেন্টে ফসফেট ব্যবহার করা হয়। জলজ উদ্ভিদ, শৈবাল এদের বৃদ্ধির জন্য ফসফেট ভালো সার। ফসফেট এর প্রভাবে এসব জলজ উদ্ভিদের পরিমাণ দ্রুত বেড়ে যায়। এইসব জলজ উদ্ভিদের জীবনচক্র শেষে পচনের জন্য পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন খরচ হয়ে যায়। দ্রবীভূত অক্সিজেনের অভাবে প্রাণীকুল মারা যায়। 

এজন্য ডিটারজেন্ট ফসফেট এর পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন।


বন্ধুরা আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে ডিটারজেন্টে ফসফেটের পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ

ডিটারজেন্টে ফসফেটের পরিমান নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন?- রসায়ন [Update] chemistry,মিমিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন