আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “আল্লাহ রাসুল তরু আর ফুল” এর লিরিক্স দেওয়া হলো।
আল্লাহ রাসুল তরু আর ফুল - ইসলামী সঙ্গীত লিরিক্স
আল্লা রাসুল তরু আর ফুল প্রেমিক হৃদয় জানে
কেহ বা তরু রে ভালবাসে ভাই, কেহ ফুল ধরে টানে।।
কেহ বা ফুলের মধু চায়, কেহ চায় সে গাছের ছায়া
গাছের ছায়ায় জুড়াইয়া পায় গুল সুবাসের মায়া।
তরু ছুঁইয়ে বোঝে আল্লা রাসুলে রসলীলা কোনখানে।।
কোন জন চাহে গুলের খুশবু কোন জন চাহে গুল,
খুশবুর সাথে ফুলেরেও চাহে প্রেমিক যে বুলবুল।
জালালের সাথে জামালেও চাহে, প্রেমিক যে বুলবুল।।
আল্লারে ভালবেসে যার গেছে সকল দ্বিধা ও ভয়
রাসুল তাহারে প্রেম দিয়ে কন, আল্লা যে প্রেমময়।
তিনি যে কেবল বিচারক নন, আল্লা যে প্রেমময়,
মজনুর মত দিওয়ানা সে যে লাইলার মধুপানে।।
কেহ বা তরু রে ভালবাসে ভাই, কেহ ফুল ধরে টানে।।
কেহ বা ফুলের মধু চায়, কেহ চায় সে গাছের ছায়া
গাছের ছায়ায় জুড়াইয়া পায় গুল সুবাসের মায়া।
তরু ছুঁইয়ে বোঝে আল্লা রাসুলে রসলীলা কোনখানে।।
কোন জন চাহে গুলের খুশবু কোন জন চাহে গুল,
খুশবুর সাথে ফুলেরেও চাহে প্রেমিক যে বুলবুল।
জালালের সাথে জামালেও চাহে, প্রেমিক যে বুলবুল।।
আল্লারে ভালবেসে যার গেছে সকল দ্বিধা ও ভয়
রাসুল তাহারে প্রেম দিয়ে কন, আল্লা যে প্রেমময়।
তিনি যে কেবল বিচারক নন, আল্লা যে প্রেমময়,
মজনুর মত দিওয়ানা সে যে লাইলার মধুপানে।।
-কাজী নজরুল ইসলাম-
আশা করি আপনারা আপনাদের প্রিয় “আল্লাহ রাসুল তরু আর ফুল” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স