সত্য ন্যায়ের সেনানী আমরা - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সত্য ন্যায়ের সেনানী আমরা” এর লিরিক্স দেওয়া হলো।

সত্য ন্যায়ের সেনানী আমরা - লিরিক্স

সত্য ন্যায়ের সেনানী আমরা - ইসলামী সঙ্গীত লিরিক্স

সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বির মুসলমান
আমরা অজেয়, আমরা অমর তৌহীদ সুরা করেছি পান।
বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘোড়- সওয়ার
জায়নামাজকে কিশতি বানিয়ে উত্তাল সুরমা হয়েছি পার।।
করেছে আনত দুশমন শির
তরবারি নয় শুধু তাকবির
সেই নাদে আজও জালালাবাদের
নারিঙ্গিনবনকম্পমান।।
বাগেরহাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত
ষাটগম্বুজ ঘোষে অবিরাম সেই গৌরব, সেই তাকত
সেবা দয়া প্রেম স্নেহ মমতায়
সবার হৃদয় করিয়াছি জয়
ঠাকুর দিঘির ঘাটে আজও গাহে
কুমীরের দল খাঞ্জাহান।।
বালাকোটী গাজী শুয়ে আছে হেথা ইসলামাবাদে নিজামপুর
শরীয়তপুরে আজও বনে সেই জালিমের সাথে জিহাদী সুর
নিযুত অরির উদ্ধত শির
ধূলায় মিটাল যে মহান বির
হেথায় ঘুমায় সে কামিল পীর
'মুস্তান গড়ে' শা' সুলতান।।
বাঁশের কেল্লা গড়েছি আমরা ভয় করিনিক তোপ- কামান
শির দিয়েছি তবু দিইনি আমামা, প্রান দিছি তবু দিইনি মান
শত্রু মুক্ত করিতে ওয়াতন
অকাতরে খুন করিয়াছি দান
এই শির নত করিনি কোথাও
উচ্চ রেখেছি জয়- নিশান।।

- মুহাম্মদ রূহুল আমীন খান-

আশা করি আপনারা আপনাদের প্রিয় সত্য ন্যায়ের সেনানী আমরা লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন